• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০, ১১:৫৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০২০, ১১:৫৪ এএম

গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ মামলা

গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ মামলা
ফাইল ছবি

ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

রোববার (২২ নভেম্বর) সকালে র‌্যাব বাদী হয়ে এই তিনটি মামলা দায়ের করে। আজ নিম্ন আদালতে তার রিমান্ড চাওয়া হতে পারে। 

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিনা রাণী দাশ বলেন, অবৈধ অস্ত্র ও মাদক রাখায় রাজধানীর মেরুল বাড্ডায় গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। বিদেশি বিভিন্ন দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা হয়েছে। মোট তিন মামলায় গ্রেফতার গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় র‌্যাব। তার বাসা থেকে ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, বাড্ডা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২শটির বেশি প্লট আছে গোল্ডেন মনিরের।

জাগরণ/এমআর