• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ০৯:৩৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০২০, ০৯:৩৪ এএম

মধ্যরাতে পুড়ে ছাই মহাখালী বস্তি

মধ্যরাতে পুড়ে ছাই মহাখালী বস্তি

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে বহু ঘর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

এদিকে, আগুন লাগার সঙ্গে পুরো বস্তি এলাকায় লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। ঝুপড়ি ও টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৩০০ ঘর-দোকান পুড়ে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। বস্তিবাসী আগুনের পোড়ার হাত থেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা করছেন। শেষ সম্বলটুকু হারিয়ে অনেক বাসিন্দাকে আহাজারি করতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ মে সাততলা বস্তিতে আগুন লাগে। ওই আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে যায়। এর পরের বছর আবারও ১১ ডিসেম্বর রাতে আগুন লাগে এ বস্তিতে।

জাগরণ/এমআর