• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০, ০৯:৫৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২০, ০৯:৫৭ এএম

এবার আগুনে পুড়লো মিরপুরের বস্তি

এবার আগুনে পুড়লো মিরপুরের বস্তি

মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ২৬ ঘণ্টা পর এবার রাজধানীর মিরপুরের কালশীতে একটি বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রাথমিকভাবে তিনি তা জানাতে পারেননি।

উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছিল।

জাগরণ/এমআর