• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২০, ১২:০৩ পিএম

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

যমুনা নদীর উপর সবচেয়ে বড় রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভার্চ্যুয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর দৈর্ঘ্য হবে ৪ দশমিক ৮ কিলোমিটার। ডাবল লাইন হওয়ায় কোনো ধরনের অপেক্ষা ছাড়াই সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেন। যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যেরও। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। ২০২৪ সাল নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছেন নীতিনির্ধারকরা। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেলব্যবস্থাই নয়, সার্ক বিমসটেকসহ আঞ্চলিক উপ-আঞ্চলিক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সুবিধাও পাবে দেশের মানুষ। পাশাপাশি আর্থিকভাবেও নতুন সম্ভাবনা হবে এই কৌশলগত স্থাপনাটি।

জাগরণ/এমআর