
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।
নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
জাগরণ/এমআর