• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০, ০৬:১৩ পিএম

ফুলবাড়ী সীমান্তে অভিযান

বিপুল ফেনসিডিল জব্দ

বিপুল ফেনসিডিল জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

শুক্রবার রাত ৮টার দিকে ফুলবাড়ী সীমান্তের ৩০৪ ও ৩০৫ নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক জব্দ করে বিজিবির সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা। রাত ৮টার দিকে একদল চোরাকারবারি ভারত থেকে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করা হলে সঙ্গে থাকা ফেনসিডিলভর্তি পলিথিনের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ২ হাজার ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।