• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০১৯, ০৭:৩১ পিএম

প্রধানমন্ত্রীর হাতে ৬ মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর হাতে ৬ মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

জনপ্রশাসন,প্রতিরক্ষা ও মন্ত্রিপরিষদ বিভাগসহ নতুন সরকারের ৬ মন্ত্রণালয় হাতে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়া যে মন্ত্রণালয়গুলোতে মন্ত্রী হিসেবে কাউকে দায়িত্ব দেয়া হয়নি, সে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। 

রোববার (০৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানিয়েছেন। 

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন।

মোহাম্মদ শফিউল আলম জানান, প্রধানমন্ত্রী হাতে রাখেননি, এমন কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এসব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্ধারিত দপ্তর জানিয়ে শপথ নিতে ৪৬ জন সংসদ সদস্যকে আহবান জানানো হয়েছে। এদের মধ্যে ৩১ জন নতুন এবং নির্বাচনকালীন সরকারের ১৫ জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন। 

এমএম/বিএস