• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৩:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ০৩:৩৯ পিএম

সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন

সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার সকালে রাজধানীর মালিবাগের খিদমাহ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এ বছর সভাপতি পদে সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে রওনা হচ্ছিলেন তিনি। সেখানে সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভা ছিল। কিন্তু বের হওয়ার সময় তার বুকে তীব্র ব্যথা অনুভব হয়। তখন তাকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। এরপর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে তাকে দাফন করা হবে।

হিলালী ওয়াদুদ চৌধুরী জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।