• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ০৩:৫১ পিএম

টিকা নিয়ে মেগা লুটপাট চলছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “টিকা নিয়ে মেগা লুটপাট চলছে।” তিনি বলেন, জাতির সব স্বপ্নকে ধূলিস্যাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দিচ্ছে সরকার। 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে। কী করছেন আপনারা?... আজকে যারা রাজনীতি করেন তারা নিজের দিকে একবারও তাকান না। এই সরকার জাতির সব আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে।”

বিএনপিও উন্নয়ন চায় জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, “উন্নয়ন বিএনপিও চায়, কিন্তু সেই উন্নয়ন মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেওয়া নয়।”

এদিকে ইভিএমের ভোট গ্রহণ নিয়ে আবারো সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেছেন, “বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২০০ টাকার মেশিন, সেটা কিনেছে ৩৬০০ টাকায়, প্রতিটা জিনিস দুই গুণ তিন গুণ দামে কিনেছে নির্বাচন কমিশন।”

এ সময় ইভিএম দিয়ে নির্বাচন বন্ধের আহ্বানও জানান মির্জা ফখরুল।


 

আরও পড়ুন