• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২১, ১২:৩০ পিএম

মা-ছেলে হত্যা মামলা

৩ জনের মৃত্যুদণ্ড

৩ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর কাকরাইলে আলোচিত মা-ছেলে হত্যার দায়ে নিহতের স্বামী আব্দুল করিমসহ ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও আল-আমিন ওরফে জনি।

রায় ঘোষনার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। রায় ঘোষনার পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৭ সালের ১ নভেম্বর নিজ বাসায় মা শামসুন্নাহার (৪৬) ও ছেলে শাওনকে  (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার অভিযোগে স্বামী আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী মুক্তা ও মুক্তার ভাই জনিকে আসামি করে মামলা করেন নিহত শামসুননাহারের ভাই আশরাফ আলী।

২০১৮ সালের ১৬ জুলাই ৩ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরির্দশক আলী হোসেন। ২০১৯ সালের ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

গত ১০ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করেন বিচারক। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২ সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।