• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ০২:৪৯ পিএম

স্বাস্থ্যের সেই গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ

স্বাস্থ্যের সেই গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ

অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়িচালক আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

মঙ্গলবার মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে। তুরাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন ১৮ জানুয়ারি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ৫ অক্টোবর ১৪ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।