• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২১, ০৬:১০ পিএম

‘বৃহস্পতিবার আসছে ৩৫ লাখ ভ্যাকসিন’

‘বৃহস্পতিবার আসছে ৩৫ লাখ ভ্যাকসিন’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর মধ্যে ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে।

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, “উপহার হিসেবে ভারত করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।”

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “সব মিলিয়ে আগামী কাল (বৃহস্পতিবার) ৩৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। দেশে ভ্যাকসিন আসার পরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।”

ভারত ছাড়াও রাশিয়া, চীনসহ আরো কয়েকটি দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে স্বাস্থ্য সচিব সচিব আব্দুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভারতের ভ্যাকসিন দেশে পৌঁছাবে।

তিনি আরো জানান, টিকা আসার পর প্রথম দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ২৫ জনকে টিকা দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।