• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১১:২২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ১১:৫৭ এএম

টিকা নিয়ে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়া

টিকা নিয়ে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়া

ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানা যায়।

ফেসবুক পেজে ভারতীয় হাইকমিশন লেখেন, “গন্তব্য বাংলাদেশ! ভারতে তৈরি কোভিড ভ্যাকসিনের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।”

তথ্যের পাশাপাশি সেখানে ফ্লাইটে করোনার টিকার চালান তোলার ছবিও পোস্ট করে হাইকমিশন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে টিকা আনার সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম দফায় ২০ লাখ টিকা আসছে। 

সবকিছু ঠিক থাকলে কয়েকজন বিশিষ্ট নাগরিককে টিকা দিয়ে এই কার্যক্রম শুরু করবে। ফেব্রুয়ারি থেকে ৬০ লাখ ডোজ টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরুর কথা রয়েছে। ভ্যাকসিন বিষয়ক কর্মসূচি পরিচালিত হবে স্বাস্থ্য অধিদপ্তরের মা, শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির আওতায়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মীরা এই কার্যক্রমে অংশ নেবেন।