• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৪:২৩ পিএম

সুকুমার মৃধা ও তার মেয়ে ৩ দিনের রিমান্ডে

সুকুমার মৃধা ও তার মেয়ে ৩ দিনের রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাদের হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে দুদক। এরপর তাদের দুদক কার্যালয়ে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক থেকে জানা গেছে, পি কে হালদারের বাংলাদেশ থেকে অর্থ পাচারের অন্যতম সহযোগী সুকুমার মৃধা। 

সুকুমার মৃধার নামে বিভিন্ন ব্যাংকে অবৈধ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুদক। 

এর আগে পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার মৃধা ও অনিন্দিতাও মৃধাও রয়েছেন। পরে এ দুজনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দুদক।

এদিকে, পি কে হালদারের সঙ্গে অর্থপাচারে ইস্যুতে সাবেক সচিব এন আই খানের পক্ষে সাফাই গেয়ে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ড. আসাদুজ্জামানের করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। 

আরও পড়ুন