• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৪:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৪:৩১ পিএম

জাফরুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন পিছিয়েছে

জাফরুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন পিছিয়েছে

একজন প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলায় প্রতিবেদনের জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার প্রতিবেদনের জন্য নতুন তারিখ ধার্য করেন।

এর আগে ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার বাদী প্রসূতি নারী নাসরিন আক্তারের স্বামী এস এ আলম সবুজ হাজির হয়ে মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন— গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শঙ্করী রানী সরকার।

মামলার আর্জি থেকে জানা যায়, বাদী এস এ আলম সবুজের স্ত্রী নাসরিন আক্তার ২৪ সেপ্টেম্বর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। তাদের ধারণা ছিল, সেখানে ভালো চিকিৎসা পাবেন। কিন্তু তারা সেবা পাননি। চিকিৎসক ও সেবিকার অবহেলায় সন্তান প্রবসকালে নাসরিন আক্তার মারা যান।