• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৯:৫৮ এএম

কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ

কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ

একদিকে ছুটির আমেজ, অন্যদিকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা। কুয়াশার ধোয়াশা চাদরে ঢেকে গেছে পুরো রাজধানী। শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে কুয়াশার তীব্রতায় দেখা যায়নি সূর্যের আলোও।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই শুরু হলো রাজধানী জুড়ে এই কুয়াশার মেলা। দেশের অন্য জেলাগুলোতে অনেক আগ থেকেই মাঘ মাসের শীত নাড়া দিলেও রাজধানীবাসী এর আমেজ পাচ্ছেন চলতি সপ্তাহ থেকে। পুরো মাস জুড়েই এই শীত কাপাবে রাজধানী বাসীকে এমনটাই বলেছেন আবহাওয়াবীদরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে,, ঢাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬  দশমিক ৫ ডিগ্রি। সারাদেশের রাতের তাপমাত্রা (১-৩°) সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে কুয়াশার তীব্রতায় দিনের শুরুটা হয়েছে আরও ধীরগতিতে। কর্মস্থলে যাওয়ার তাড়া নেই, তাই চাদর মুড়িয়ে এই সকালটাকে উপভোগ করছেন অনেকে।

রাস্তার ধারে এই চিত্র আবার খানিকটা ভিন্ন। কষ্টে কাটছে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা। রাস্তার পাশে আগুন ধরিয়ে শীতকে উপশম করছে তারা।