• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ০১:১৯ পিএম

প্রথম টিকা পাবেন একজন নার্স

প্রথম টিকা পাবেন একজন নার্স

দেশে প্রথম করোনাভাইরাসের টিকা দেওয়া হবে একজন নার্সকে। বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে টিকা দেওয়ার মাধ্যমে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

একই দিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

এর আগে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশে এসে পৌঁছায় ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া প্রায় ২০ লাখ ডোজ করোনার টিকা। এদিন সকাল ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে আনুষ্ঠানিকভাবে টিক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।