• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ০৩:২২ পিএম

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা শুরু

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা শুরু

২৭ জানুয়ারি বুধবার থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে সরকার। একই দিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য জানিয়ে বলেন, “২৭ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে এবং তারপর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।”

স্বাস্থ্য সচিব আরো বলেন, “৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।”

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল  হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।