• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০২:৫৯ পিএম

‘শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে’

‘শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে’

শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, “৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।“

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে ডা. দীপু মনি এ তথ্য জানান।

দিপু মনি বলেন, "শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না।"

তিনি আরও বলেন, "এ বছর সংক্ষিপ্ত সিলেবাস করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস হবে। এরপর পরীক্ষা নেওয়া যাবে।"

এর আগে পরীক্ষা ছাড়াই অটো পাস বিষয়ক ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১' সংসদে পাস হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পেতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, "জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"