• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০৫:২৩ পিএম

অর্থপাচার মামলা

পি কে হালদারের দুই সহযোগী গ্রেপ্তার

পি কে হালদারের দুই সহযোগী গ্রেপ্তার

প্রশান্ত কুমার (পি কে) হালদারের অর্থপাচারে সম্পৃক্ততার অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হককে গ্রেপ্তার করেছে দুদক।

রোববার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে উজ্জ্বল কুমার নন্দী ও  রাশেদুল হককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে আছেন রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পি কে হালদার।