• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ০৫:০৭ পিএম

পি কে হালদারের দুই সহযোগী রিমান্ডে

পি কে হালদারের দুই সহযোগী রিমান্ডে

প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আসামিরা হলেন— পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আসামিদের হাজির করে দুদক। এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় দুজনকে দুদক কার্যালয়ে আনা হয়। ২৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার করে।

পি কে হালদার দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন। এই দুইজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানায় দুদক।