• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৫৬ এএম

বইমেলা শুরু ১৮ মার্চ থেকে

বইমেলা শুরু ১৮ মার্চ থেকে

অবশেষে বইমেলা নিয়ে দোলাচল কাটলো। ১৮ মার্চ থেকে বই মেলা শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি পাওয়া গেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা শুরু করব।”

মেলার কত দিন চলবে তা নিশ্চিত না করে বললেও রমজানের আগেই মেলা শেষ হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি বলেন, “আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) পর্যন্ত বইমেলা করার। তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী অনুষ্ঠান করব।”

সাধারণত ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বাংলা একাডেমি ও সংলগ্ন সোহরাওয়ার্দি উদ্যানে শুরু হয় অমর একুশে বইমেলা। এবার করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে মেলা শুরু করা যায়নি। এরপর অবশ্য বেশ কয়েকবার মেলা শুরুর তারিখ উঠে আগে গণমাধ্যমে। মেলা স্থগিতেরও কথা শোনা গিয়েছিল কয়েকবার।