• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৩:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৫:১০ পিএম

অনুমোদন পেল সেরামের টিকা

অনুমোদন পেল সেরামের টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম চালানের টিকা ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে তারা টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, “প্রতিটি লটের টিকার নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। আগামীকাল এই টিকা দিয়েই শুরু হবে করোনাভাইরাসের টিকাদান।”

অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, “ভারতের সেরাম ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বিশ্বমানের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৬ জানুয়ারি থেকে ভারতে এই ভ্যাকসিন প্রয়োগ করছে। ভারতের সেই সব কাগজও পরীক্ষা করা হয়েছে।”

সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা বাংলাদেশে পৌঁছায়। পরে এ টিকা নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে।