• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৫:২৭ পিএম

৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

বুধবার বিকেল সাড়ে ৩টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রথম টিকা নেবেন একজন নার্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

জাহিদ মালেক বলেন, “উদ্বোধনের পর নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম (www.surokkha.gov.bd) খুলে দেওয়া হবে। যারা নিবন্ধন করতে পারবেন না, তারা ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা রেখেছি। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে। অ্যাপ ছাড়াও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকার জন্য নাম নিবন্ধন করা যাবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার কুর্মিটোলাসহ দেশের পাঁচটি হাসপাতালে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম চালানের ৫০ লাখ টিকা মানব শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

আরও পড়ুন