• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০৯:০৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০৯:০৯ এএম

বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটরের মৃত্যু 

বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটরের মৃত্যু 

বাসের চাপায় নিহত হয়েছেন বেসরকারি চ্যানেল একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫)। 

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নর্দ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাস গোপালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। 

পরে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।

একাত্তর টিভি কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৪টায় অফিস শেষে বাসায় ফিরছিলেন গোপাল। গোপালের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর নগর ভদ্রগ্রাম। তার বাবা চৈতানন সূত্রধর, মা শেফালী রানী সূত্রধর। তিন ভাই বোনের মধ্যে গোপালই ছিলেন কনিষ্ঠ। 

দুই সন্তানের জনক গোপাল সূত্রধর ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কর্মরত ছিলেন। এর আগে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে কাজ করেছেন তিনি। 

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, দুর্ঘটনায় তার শরীরের নিম্নাংশ পিষ্ট হয়।  মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় বলেও জানান তিনি। 

ঘাতক বাসের চালক এবং হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। পুলিশ ভিক্টর ক্লাসিক বাস এবং মোটরসাইকেলটি জব্দ করেছে।