• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০১:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০১:৫৭ পিএম

কারো সঙ্গে দ্বন্দ্ব নয় : প্রধানমন্ত্রী

কারো সঙ্গে দ্বন্দ্ব নয় : প্রধানমন্ত্রী

কারো সঙ্গে দ্বন্দ্ব নয়, আলোচনার মাধ্যমেই সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরতের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, ডিএসসিএসসির ২০২০-২১ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, “আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার অনেকটাই এখন সফল হয়েছে।”

দিকনির্দেশনামূলক বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন সরকারপ্রধান।

পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে রোহিঙ্গা আশ্রয়ণ ও পুনর্বাসনে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবিলায় সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে। ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর জীবন পাক, সেটাই কামনা করি।”