• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০২:৫০ পিএম

চোরাচালান মামলা

৩ আসামির ১৪ বছর জেল

৩ আসামির ১৪ বছর জেল

রাজধানীর বিমানবন্দরে ৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তিন আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি সোনার বারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।