• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০৩:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০৩:৩৪ পিএম

হাতিরঝিল থেকে আরো ৫৫ কিশোর আটক

হাতিরঝিল থেকে আরো ৫৫ কিশোর আটক

রাজধানীর হাতিরঝিল লেক ও লেকের আশপাশ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ইউনিফর্ম পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ এই অভিযান পরিচালনা করে। 

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ইউনিফর্মড পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ হাতিরঝিল লেক ও লেকসংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়।

আটক কিশোরদের মধ্যে ৩ জনের কাছে মোট ৪৫ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়ে‌ছে। 

অভিযানে থানা-পু‌লি‌শের পাশাপা‌শি ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের পাব‌লিক অর্ডার ম্যা‌নেজ‌মেন্টের দুই প্লাটুন ফোর্স অংশ নেয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিলে আসা ব্যক্তিদের কাউকে কাউকে কিশোরেরা হয়রানি করছে। এই অভিযোগের সূত্র ধরে ১৬ জন কিশোরকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ।