• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২১, ১২:৩০ পিএম

জুনেই কোভ্যাক্সের টিকা পাচ্ছে বাংলাদেশ

জুনেই কোভ্যাক্সের টিকা পাচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জুনের মধ্যেই কোভ্যাক্স থেকে ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার করোনার টিকা পাবে বাংলাদেশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করে কোভ্যাক্স।

তালিকায় দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে অন্তত ৩৩ কোটি ডোজ টিকা বিতরণ করবে কোভ্যাক্স। এরই পরিপ্রেক্ষিতে জুনের শেষ নাগাদ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখনো অনুমোদন পায়নি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। তাই অন্য কোনো টিকা অনুমোদন পেলে এই টিকার ডোজের সংখ্যা পুনরায় নির্ধারিত হতে পারে।

এদিকে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রথম দফায় এর টিকা বাংলাদেশ পাচ্ছে না বলেও জানানো হয়।