• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৮:৫৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২১, ১০:১১ এএম

করোনা ভাইরাস সংক্রমণ

টিকা প্রয়োগ শুরু

টিকা প্রয়োগ শুরু

রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল ১০টায় ভার্চুয়ালি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার টিকা নেওয়ার মাধ্যমে সারাদেশে টিকা কার্যক্রম শুরু করবেন।

প্রতিটি জেলা উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচী।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, টিকা দিতে সেখানে ৮টি বুথ রাখা হয়েছে। একটি বুথে রেজিস্ট্রেশন করা হচ্ছে। অন্যগুলোতে টিকা প্রদানে প্রস্তুত রয়েছে চিকিতসকরা।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, রেজিস্ট্রেশন চলমান রয়েছে। সবাইকে টিকা প্রদান নিশ্চিত করতে চিকিতসকরাও প্রস্তুত। টিকার পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া হলে হাসপাতাল চিকিতসা দিবে। জরুরি অবস্থায় বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে। টিকা নেওয়ার পর হালকা জ্বর হতে পারে। এক্ষেত্রে যাবতীয় চিকিতসা দেয়া হবে।

সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় দেয়া হবে ৫০টি হাসপাতালে। দুই হাজার ৪০০টিম কাজ করবে। এ পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ অনলাইনে টিকা নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের পরবর্তী ২৮ দিন অর্থাৎ চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীসহ কিছু মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে না। তবে সতর্কতার অংশ হিসেবে গুরুতর অসুস্থ এবং ওষুধে এলার্জি আছে এমন ব্যক্তিদের ভ্যাকসিন না নেয়ার পরামর্শ দেয়া হয়।

গত ২৭ ও ২৮ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকা দেয়া শুরু হয়। ৫৬৭ জনকে টিকা দেয়া হয় ভ্যাকসিন। এরপর পর্যবেক্ষণে রাখতে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত টিকাদান বন্ধ রাখা হয়। যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।