• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:৩৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:৪৬ এএম

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ

নিহত বেড়ে ১২, পাঁচজনই শিক্ষার্থী

নিহত বেড়ে ১২,  পাঁচজনই শিক্ষার্থী

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচজনই যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।

এ ঘটনায় আহত ৫০ জনকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সেখানে চিকিৎসারত আরও ২ জনের মৃত্যু হয়।

এদিকে বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল।

নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।