• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১, ০২:০০ পিএম

বাড়ছে তাপমাত্রা, কমছে শীত

বাড়ছে তাপমাত্রা, কমছে শীত

শীতের প্রকোপ কমে এসেছে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা বেড়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস সূত্রে আরো জানা যায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।