• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৮:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৮:৪৫ পিএম

আগামী ১১ মার্চ পবিত্র শবে মেরাজ

আগামী ১১ মার্চ পবিত্র শবে মেরাজ

শুক্রবার বাংলাদেশের কোন অঞ্চলে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে হিজরি জমাদিউস সানি মাস শেষ হচ্ছে আগামীকাল শনিবার। তাই ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে তথা হিজরি ১৪৪২ সালের ২৬ রজব পবিত্র শবে মেরাজ পালিত হবে। 

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষ থেকে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানায়। ১২ ফেব্রুয়ারির সভায় কমিটির সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

বায়তুল মোকাররমের সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহবুব আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদসহ আরও অনেকে। এসময় ১১ মার্চ রাতে লায়লাতুল মেরাজ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

আরবি ‘লাইলাতুল’ শব্দের আভিধানিক অর্থ রাত এবং ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের বিশ্বাস মতে, এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (স.) ঐশ্বরিক উপায়ে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন। তাই এ দিনটি বিশেষ মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদতের মধ্য দিয়ে এই রাত কাটান। নফল রোজাও রাখেন অনেকে।

৬২০ খ্রিষ্টাব্দের ২৬ রজব নবী মুহাম্মাদ (সা.) ঐশ্বরিকভাবে প্রথমে মক্কার কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় আসেন এবং সেখানে অন্যান্য নবীদের জমায়াতে ইমামতি করেন। এরপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন এবং মহান সৃষ্টিকর্তার সাক্ষাৎ পান।