• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০১:৪৭ পিএম

মারা গেছেন শাহীন রেজা নূর

মারা গেছেন শাহীন রেজা নূর

মারা গেছেন সাংবাদিক শাহীন রেজা নূর। শুক্রবার কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহীন রেজা নূরের ছোট ভাই জাহীদ রেজা নূর।

জাহীদ রেজা নূর আরো বলেন, “শাহীন রেজা নূরের শেষ ইচ্ছা ছিল, তিনি দেশের মাটিতে শায়িত হবেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

শাহীন রেজা নূরের বাবা শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন, মা বেগম নূরজাহান সিরাজী। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর বুদ্ধিজীবী নিধনযজ্ঞের শিকার হন সিরাজুদ্দীন। 

শাহীন রেজা নূর দৈনিক ইত্তেফাক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। সম্প্রতি তিনি কানাডা বসবাস করছিলেন।

১৯৫৪ সালের সেপ্টেম্বরে, মাগুরা জেলার শালিখা থানার শরশুনা গ্রামে শাহীন রেজা নূরের জন্ম। তিনি জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।

শাহীন রেজা নূরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।