• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৯:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৯:৫৩ পিএম

দেশে ফিরলেন সেনাপ্রধান আজিজ আহমেদ

দেশে ফিরলেন সেনাপ্রধান আজিজ আহমেদ

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১৫ দিনের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন জেনারেল আজিজ। এসময় রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা জানান তিনি।

মার্কিন সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাকনভিলের আমন্ত্রণে ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সফরে যান তিনি। এসময় ঊর্ধতন মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাপ্রধান। শান্তিরক্ষা মিশনের সামরিক উপদেষ্টা, সহকারী মহাসচিব এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

মার্কিন সেনাবাহিনীর সামরিক স্থাপনা পরিদর্শন করে প্রশিক্ষণের সুযোগ-সুবিধাও পরিদর্শন করেন তিনি। বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে  দ্রুত বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে বিশেষ জোর দেন জেনারেল আজিজ।