• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১১:২৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১১:৩৬ এএম

এফবিসিসিআই নির্বাচন ৫ মে

এফবিসিসিআই নির্বাচন ৫ মে

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হবে। ২০২১-২৩ মেয়াদের এই নির্বাচনের জন্য রোববার তফসিল ঘোষণা করেছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রেরণের সর্বশেষ তারিখ হচ্ছে ৮ মার্চ।

১৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক পদের প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩১ মার্চ।

৮ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ। ১১ এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২১ এপ্রিল প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

আগামী ৫ মে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন হবে ৭ মে বিকাল ৩ টায়। ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ।

এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪টি পদে কোনো নির্বাচন ছাড়াই মনোনীত প্রার্থী হিসেবে দেশের শীর্ষ ১২টি চেম্বার থেকে ১২ জন ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে ১২ জন এফবিসিসিঅই’র পরিচালক হবেন।

দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে ৩৬ জন পরিচালক নির্বাচিত করবেন।

পরবর্তী সময়ে মোট ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয় জন সহসভাপতি নির্বাচন করবেন।

এবার অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হবে। জ্যেষ্ঠ সহ-সভাপতি হবেন চেম্বার গ্রুপ থেকে। ছয় জন সহসভাপতির তিন জন অ্যাসোসিয়েশন গ্রুপ এবং তিন জন চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন।

গত ৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। এফবিসিসিআই’র সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।