• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০১:২৯ পিএম

দুটি হত্যা মামলায় ১৪ জন গ্রেপ্তার

দুটি হত্যা মামলায় ১৪ জন গ্রেপ্তার

রাজধানীর কদমতলী ও মুগদা এলাকায় দুটি পৃথক হত্যা মামলার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ। এর মধ্যে মুগদায় হত্যার ঘটনায় আটক ৭ জনের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, “১০ ফেব্রুয়ারি রাজধানীর কদমতলীতে জাকির হোসেন এবং সম্প্রতি মুগদায় কিশোর হাসানকে হত্যার ঘটনায় পৃথক অভিযানে দুই হত্যার ঘটনায় ৭ জন করে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।”

যুগ্ম কমিশনার আরো বলেন, “কিশোর গ্যাংকে যদি কোনো গডফাদার বা রাজনৈতিক ব্যক্তি প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে আটকদের সঙ্গে এমন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

মাহবুব আলম জানান, তদন্তে দেখা গেছে কিশোর গ্যাংয়ের বেশির ভাগ সদস্য নিম্নবৃত্ত পরিবারের। করোনার কারণে এর সংখ্যা কিছুটা বেড়েছে।