• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:৩৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:৪৫ এএম

বাড়ছে তাপমাত্রা

বাড়ছে তাপমাত্রা

বসন্তের শুরুতেই বেড়ে গেল তাপমাত্রা। শীতের তীব্রতায় সারা দেশ যখন কাঁপছিল এর কয়েক দিনের ব্যবধানেই সূর্যের তেজ বেড়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৪ ডিগ্রিতে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা দিনের বেলা ৩৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাতের তাপমাত্রাও বেশ তারতম্য হচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানীতেও তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮ থেকে ১২) কিলোমিটার।

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।