• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৫:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৫:৩৮ পিএম

বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৭ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ।

শনিবারের তুলনায় করোনায় মৃত্যু বেড়েছে। তবে শনাক্ত কমেছে। শনিবার করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছিল ৩৫০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের প্রত্যেকেই পুরুষ। তারা প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ছয়জনের বয়স ৬০–এর বেশি। বাকি একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ছয়জনই ঢাকাতে মারা গেছেন। একজন মারা গেছেন চট্টগ্রামে।