• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:৫৪ পিএম

২৮ ফেব্রুয়ারির পর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত 

২৮ ফেব্রুয়ারির পর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত 

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারির পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে অনলাইন ব্রিফিংয়ে দীপু মনি এ কথা জানান।

আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, “এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত গত প্রায় ১০-১১ মাস ধরে যেভাবে অনলাইনে ক্লাস চলছিল, সেই একইভাবে শিক্ষার্থীদের পাঠদান চলবে। কিন্তু কোনো শ্রেণিকক্ষে পাঠদান এবং পরীক্ষা নেওয়া হবে না। সকল ধরনের পরীক্ষা এ সময় পর্যন্ত বন্ধ থাকবে। সব পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু পর।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার আগে আমরা আমাদের সকল আবাসিক শিক্ষার্থী, সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়ার ব্যবস্থা করব। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সকল শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। তার সঙ্গে আজকে আমরা বলছি, হল খুলে দেওয়ার আগে আমরা আমাদের যত আবাসিক শিক্ষার্থী আছেন তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

যে সকল শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়েছেন তাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়ে ডা. দীপু মনি।