• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১১:৫৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৪:২১ পিএম

২১ অগাস্ট হামলা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত ৩টায় রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের আদ্যোপান্ত তুলে ধরেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, ১৯৯৪ সালে ইকবাল জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। তখন স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে তিনি জঙ্গি সংগঠন ‘হরকাতুল জেহাদ বাংলাদেশে’ যোগ দেন। ২০০৩ সালে ঢাকায় মুফতি হান্নানের সান্নিধ্যে এসে বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণ নেন। এরপর মুফতি হান্নানের নির্দেশে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অংশ নেন।

পরে ২০০৮ সালে তিনি দেশ ছেড়ে আত্মগোপনে চলে যান। ২০২০ সালে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হলে ইকবাল দেশে ফিরতে বাধ্য হন। দেশে এসে সে কখনো নিরাপত্তাকর্মী, কখনো শ্রমিক, কখনো রিকশা মেকানিক হিসেবে কাজ করেন। পাশাপাশি গোপনে জঙ্গি সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

র‌্যাব জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যে ভিত্তিতে ইকবালকে গ্রেপ্তার করা হয়। 

 

২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন ১৬ জন। ইকবাল গ্রেপ্তার হওয়ায় এখন পলাতক আছেন ১৫ জন।