• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:৪৩ পিএম

২১ আগস্ট হামলা

মঞ্চে গ্রেনেড ছুঁড়েছিলেন ইকবাল

মঞ্চে গ্রেনেড ছুঁড়েছিলেন ইকবাল

২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে মুফতি হান্নানের নির্দেশে মঞ্চের দিকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। 

আবদুল্লাহ আল-মামুন জানান, ইকবাল ২০০১ সালে কলেজে পড়ার সময় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এসময় তিনি ঝিনাইদহে জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি ঢাকায় এসে মুফতি হান্নান ও হুজিসহ শীর্ষস্থানীয় সঙ্গে মিলিত হন এবং তাদের সঙ্গে বিভিন্ন গোপন বৈঠকেও অংশ নেন। পরে মুফতি হান্নানের নির্দেশেই তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় অংশ নেন এবং মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়েন। 

ইকবাল ২০০৮ সালে মালয়েশিয়া পালিয়ে যান। ২০২০ সালে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হলে মালয়েশিয়া সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। এসময় কখনো নিরাপত্তাকর্মী, কখনো শ্রমিক, কখনো রিকশাচালকের ছদ্মবেশে দিন কাটান। 

তিনি আরও জানান, ঘটনার পর থেকে র‌্যাব বিভিন্ন সময়ে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ, গাজীপুর ও সাভারে অভিযান চালান। 

সর্বশেষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার হয়েছে হয়েছেন। 

তবে তিনি কীভাবে দেশ ছেড়েছেন এবং কীভাবে ফিরেছেন, এ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু বলতে পারেনি র‌্যাব। 

আরও পড়ুন