• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:৪৬ পিএম

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন সংবাদ না করার আহ্বান

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন সংবাদ না করার আহ্বান

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয় এমন কোনো সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন  তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বঙ্গবন্ধু ভারত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন,  "পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত ছাড়া সহজে স্বাধীনতা অর্জন হতো না, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হতেন না। তাই সাংবাদিকদের এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিত নয় যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করবে।"

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, "বিএনপি নেতারা লুকিয়ে লুকিয়ে টিকা নিচ্ছেন। আবার সমালোচনাও করছেন। সরকার বিএনপি নেতৃত্বের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বদ্ধপরিকর। তবে সমালোচনা বন্ধ করুন।"

এ সময় ভারতের হাইকমিশনার ভিকরাম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।