• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩৮ পিএম

‘আল-জাজিরার অপপ্রচার সবাই বুঝে গেছে’

‘আল-জাজিরার অপপ্রচার সবাই বুঝে গেছে’

আল-জাজিরার অপপ্রচার জাতি বুঝে গেছে, সংবাদ সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাকে নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাবনার চাটমোহর বালুচর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “চলমান পৌরসভা নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করেছেন বা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে।”

সেতুমন্ত্রী আরও বলেন, “বিদ্রোহীদের তালিকা তৈরির কাজ শেষ হলেই কঠোর ব্যবস্থা নিবেন জননেত্রী শেখ হাসিনা।”

ঠাকুরগাঁও পৌরসভার উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, “এই পৌরসভায় নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে প্রথমে সবাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন। পরে তারাই নৌকার পক্ষে কাজ করেছেন। এটা থেকে পাবনা পৌরসভার বিদ্রোহী প্রার্থীদের শিক্ষা নেওয়া দরকার। ”