• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:২৬ পিএম

টিকা নিলেন শেখ রেহানা

টিকা নিলেন শেখ রেহানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেখ রেহানা ভ্যাকসিন নেন। সেরামের উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। 

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারাদেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি। এর আগে ২৭ জানুয়ারি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।