• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১০:০৪ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১০:০৪ এএম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ-মাসুদের বিচার শুরু

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান  সাহেদ-মাসুদের বিচার শুরু

জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন।

গত বছরের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামাদের আসামিদের বিরুদ্ধে মামলা করেন।