• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১১:৫৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১২:০০ পিএম

টিকা নেওয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

টিকা নেওয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

করোনা টিকা নেওয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, করোনায় আক্রান্ত হয়ে সচিব মো. মোহসীন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, “গত ১৮ ফেব্রুয়ারি সচিব করোনা পরীক্ষা করেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফলে পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও ঠিক রয়েছে। তবে কাশি বেড়েছে।”

৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন সচিব মো. মোহসীন। এর ১২ দিন পর ১৯ ফেব্রুয়ারি তার দেহে করোনা শনাক্ত হয়।