• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১১:৪৪ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১১:৪৪ এএম

মুশতাক আহমেদের লাশ এখনো মর্গে, হয়নি ময়নাতদন্ত

মুশতাক আহমেদের লাশ এখনো মর্গে, হয়নি ময়নাতদন্ত

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কাশিমপুর কারাগারে মারা গেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ (৫৩)। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তার ময়নাতদন্ত হয়নি। মুশতাক আহমেদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে।

গত বছরের মে মাসে রমনা থানায় র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার হন মুশতাক আহমেদ। সেই থেকে কারাবন্দী ছিলেন তিনি।

মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফ গণমাধ্যমকে জানান, তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শুরু হয়নি। চিকিৎসকেরা এলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

এর আগে কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, কারাগারে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মুশতাক আহমেদ। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন