• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৫:৪৮ পিএম

লেখক মুশতাকের মৃত্যু

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও প্রগতিশীল ছাত্রসংগঠনের

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও প্রগতিশীল ছাত্রসংগঠনের

কাশিমপুর কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করবে প্রগতিশীল ছাত্রসংগঠন সমূহ। এছাড়া সোমবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরায়ও করবেন তারা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শাহবাগে প্রতিবাদ কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়। 

লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে সকালে শাহবাগ মোড় অবরোধ করে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। বিক্ষোভ শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে শাহবাগে অবস্থান নেয়। এরপর কর্মসূচি ঘোষণার পর নেতা-কর্মীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পর্যন্ত মিছিল করেন।

লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

আরও পড়ুন