• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০২:৪৯ পিএম

বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

গুতেরেস বলেন, “করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে। এটি প্রশংসনীয়।” 

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর সঙ্গে অনলাইন বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন।

এ সময় মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানালে তাতে স্বাগত জানায় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের যৌথ উদ্দেশ্য।”